স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে একটি খাবারের হোটেলে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগুনে পাশের একটি বসত ঘর আশিংক আগুনে পুড়ে যায়। সোমবার ভোররাতে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার শরীফ সল্ট কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, শহরের বাসন্ডা খালের তীরে শরীফ সল্টের সামনে রাশেদ হাওলাদারের একটি খাবারে হোটেলে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যেই মালামালসহ হোটেলটি পুড়ে যায়। আগুনে হোটেলের পাশেই শরীফ সল্টের লেবারদের থাকার একটি ঘরও আংশিক পুড়ে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলায় অল্পের জন্য রক্ষা পায় শরীফ সল্টের কারখানা। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসানের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নি সংযোগের বিষয়টি ক্ষতিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …