Latest News
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ।। ১৪ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঝালকাঠিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্যদিয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক শোভাযাত্রার নেতৃত্ব দেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। ‘দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ স্লোগান নিয়ে ঝালকাঠি জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।