Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত

ঝালকাঠিতে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক চত্বরে বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়ের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়। তারুণ্য নির্ভর সংগঠন সংশপ্তক এ কর্মসূচির আয়োজন করে। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা, আলী আজিম ও সংগঠনের প্রতিষ্ঠাতা নবান্নীতা জাহান তানহা বক্তব্য রাখেন। পরে সংগঠনটির সদস্যরা শহরের বিভিন্ন সড়কে পরিস্কার পরিচ্ছনতা অভিযান করে।