Latest News
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ ।। ৮ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পর ভিডিও করে ফেসবুকে ভাইরাল করার তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, সহসভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আল আমিন, শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি আবদুল কুদ্দুস প্রমুখ।
সমাবেশে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ডের আইন পাশ করে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবি জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ১১টি স্মার্ট ফোন উদ্ধার …