Latest News
বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পর ভিডিও করে ফেসবুকে ভাইরাল করার তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, সহসভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আল আমিন, শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি আবদুল কুদ্দুস প্রমুখ।
সমাবেশে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ডের আইন পাশ করে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবি জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে আবারো আওয়ামী লীগকে ভোট …