স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বৃহস্পতিবার পর্যন্ত জেলা রেজিস্টার আবদুল বারিসহ ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ৬৫৯ জন আক্রান্ত হল। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২৪১ জন, নলছিটি উপজেলায় ১৩৬ জন, রাজাপুর উপজেলায় ২০৯ জন এবং কাঠালিয়া উপজেলায় ৭৩ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৩১৪৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এর মধ্যে ৩১০৭ জনের রিপোর্ট পাওয়া গেছে প্রাপ্ত রিপোর্টে ৬৫৬ জনের পজেটিভ ও ২৩৭৫ জনের নেগেটিভ পাওয়া যায়। বাতিল হয়েছে ৭৩ জনের নমুনা। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯২ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের । বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৮০ জন, হাসপাতাল আইসোলিয়শনে আছেন ৪ জন। ঝালকাঠি সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত …