Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে রবিবার জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে সকাল ১০টায় শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ডিসি অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী র‌্যালিতে নেতৃত্ব দেন এবং পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন খান ও বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন। পরে জেলা প্রশাসক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …