Latest News
বুধবার, ২৯ মে ২০২৪ ।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
পরে সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান। স্থানীয় সরকারের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ফেরদৌসি বেগম ও সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ঝালকাঠি জেলার পাঁচটি প্রতিষ্ঠান ও চারজন কর্মীকে পুরস্কৃত করা হয়। অতিথিবৃন্দ তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।