Latest News
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৬শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
‘অধিকার এখানে এখনই’ এ স্লোগানে ঝালকাঠিতে নারীপক্ষের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সহযোগিতায় চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, নারীনেত্রী ডালিয়া নাসরিন, কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই ও ঝালকাঠি সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদ। সভায় নারীর প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের নারী পরিবারে সমাজে ও রাষ্ট্রে অধিকার সম্পন্ন নাগরিক ও মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে গণ্য হবে। নারীপক্ষ বাংলাদেশের নারী-অধিকার প্রতিষ্ঠা ও নারীর সামাজিক অবস্থান পরিবর্তনে অগ্রগামী ভূমিকা পালন করবে বলেও সভায় জানানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …