Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নারী দিবসের মানববন্ধন

ঝালকাঠিতে নারী দিবসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্বগড়ো’ স্লোগানে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নারী-পুরুষ প্রতিদ্বন্দি নয় বরং উন্নয়নের জন্য দুইজনকেই সমান তালে এগিয়ে যেতে হবে বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধন ও সমাবেশে জেলা প্রশাসক মো. হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম,  জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, নারী নেতৃবৃন্দ, তরুণ ও যুবনারীসহ বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের ৫ শতাধিক মানুষ অংশ নেয়।