Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
নিরাপদ সড়ক চাই, জীবনের নিরাপত্তা চাই, স্লোগান নিয়ে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই আগামীর বাংলাদেশের ব্যানারে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন, প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সংগঠনের উপদেষ্টা এস এম এ রহমান কাজল ও সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম। বক্তারা সড়কে মৃত্যুর মিছিল বন্ধের জন্য যানবাহনচালক ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও সড়ক নিরাপত্তা আইনসহ ১১ দফা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানানো হয়।