Latest News
শুক্রবার, ৯ জুন ২০২৩ ।। ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নৌ-যান ধর্মঘট চলছে

ঝালকাঠিতে নৌ-যান ধর্মঘট চলছে

স্টাফ রিপোর্টার :
বেতন ভাতা বৃদ্ধি, পেনশন, সার্ভিস বুক তৈরি, নৌ-পথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ, কর্মস্থলে মৃত শ্রমিকদের পারিবারকে ১০ লাখ টাকা ক্ষতি পূরণ প্রদানসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট শুরু হয়েছে। ফলে বুধবার মধ্যরাত থেকে জেলার অভ্যন্তরিন এবং দূরপাল্লার সকল নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঝালকাঠি থেকে পিরোজপুর, বরিশাল, বরগুনাসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে ঈদুল আযহার আগে ডাকা এই ঘর্মঘটের কারনে ব্যবসায়ীক এবং কৃষি পন্য আনা নেওয়াও বন্ধ হয়ে গেছে।
ঝালকাঠি-ঢাকা রুটে চলাচলকারী সুন্দরবন ১২ লঞ্চের মাস্টার আবদুল মান্নান জানান, বারবার আশ্বাস দিয়েও তাদের দাবি পূরণ করছেন না সরকার এবং মালিক পক্ষ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তারা জানিয়েছেন।