Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পাঁচ জেলে আটক, ১০টি নৌকা, ১৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠিতে পাঁচ জেলে আটক, ১০টি নৌকা, ১৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় ১৪ হাজার মিটার কারেন্ট জাল, ১০টি নৌকা ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সুগন্ধা নদীর নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় অভিযান চালানো হয়। এ সময় ১০টি নৌকা জব্দ করা হয়। পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৫ জেলেকে আটক করে পুলিশ। নদী থেকে ১৪ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন আটক জেলেদের কারাদণ্ড ও জরিমানা করেন। জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …