স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা ও জতিয়া সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচ নারীকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। আমির হোসেন আমু জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে সরকার। বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে নারীদের সর্বক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …