Latest News
শনিবার, ১৩ জুলাই ২০২৪ ।। ২৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ঝালকাঠিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ রবিবার সকালে নির্যাতিত শিশুর পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগ এনে স্থানীয় বখাটে রাব্বি হাওলাদারের (১৮) বিরুদ্ধে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা।
পুলিশ ও নির্যাতনের শিকার শিমুর পরিবার জানায়, বাড়ির পাশে উঠানে খেলা করার সময় বখাটে রাব্বি ওই শিশুটিকে তাঁর ঘরে ডেকে নিয়ে যায়। লোকজন না থাকায় ঘরের ভেতরে শিশুটিকে ধর্ষণেরচেষ্টা করে সে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা আসলে বখাটে রাব্বি পালিয়ে যায়।
ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় শিশুটির মা আজ রবিবার সকালে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরপরই ধর্ষণচেষ্টাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।