Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পুকুরে ডুবে নারীর মৃত্যু

ঝালকাঠিতে পুকুরে ডুবে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরতলীর গাবখান এলাকায় পানিতে ডুবে বকুল রানী নাথ (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। বকুল রানী নাথ ঝালকাঠি মহাকুমার প্রথম প্রশাসক এস এস নাথের বোন। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখানের মৃত হরেন্দ্র নাথের মেয়ে।
পুলিশ জানায়, গাবখান এলাকার সুশীল চন্দ্র নাথ ও তাঁর স্ত্রী বকুল রানী নাথ বাড়িতে বসবাস করতেন। বকুল রানী সাঁতার জানতেন না। সকালে কাজ করতে গিয়ে পুকুরে পড়ে যান তিনি। বকুল রানীর স্বামী অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। দুপুরে তাঁর লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন বলেন, পুকুর থেকে বকুল রানীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছেকিনা, তা জানতে লাশের ময়না তদন্ত করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে স্বামীর নির্যাতনে লামিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে …