Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঝালকাঠিতে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে ব্যাংক কর্মকর্তা, লঞ্চ, বাস মালিক ও শ্রমিক এবং ব্যবসায়ীদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব ও এমএম মাহামুদ হাসান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ঝালকাঠি জেলা শহরের বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বাস মালিক সমিতির সদস্য ও শ্রমিক সংগঠনের নেতা এবং ব্যবসায়িরা অংশগ্রহন করেছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ব্যবসায়ীদের যান মাল ও সড়ক পথে দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করার জন্য এ সভার আয়োজন করা হয়। ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীদের টাকা লেনদেনের সময় প্রয়োজন অনুযায়ী পুলিশের সহযোগিতা দেয়ার প্রতিশ্রæতি দেয়া হয়েছে। ব্যবসায়ীদের লেনদেনের বড় অংকের টাকা ব্যাংকে আনা নেওয়ার ক্ষেত্রে পুলিশ তাদের সহযোগিতা প্রদান করবেন। এছাড়া সড়ক পথে দুর্ঘটনা রোধে অদক্ষ পরিবহন যানবাহন চালানোর দায়িত্ব থেকে বিরত রাখা এবং বেপরোয়া ভাবে গাড়ী না চালানো জন্য নির্দেশনা প্রদান করা হয়। যানবাহন চালকদের কাছে কোন ধরনের চাঁদাবাজী বা হয়রানির শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর জন্য বলা হয় সভায়।