Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড

ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বের হওয়া যুবদলের বিক্ষোভ  মিছিল  পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। শনিবার সকাল ১১ টায় শহরের কামারপট্টি  সড়ক থেকে ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতা-কর্মীরা  বিক্ষোভ  মিছিল বের করলে পুলিশ এতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে যুবদল নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশি বাঁধার মুখে শ্লোগান দেয় যুবদল নেতা-কর্মীরা।  সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …