Latest News
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ।। ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পুলিশের বাধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড

ঝালকাঠিতে পুলিশের বাধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পুলিশের বাধায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় যুবদলের যুগ্মসম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জি এম আবদুস সবুর কামরুলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সামনের দিকে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ শোভাযাত্রার ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কে ঢুকতে না পেরে পুলিশের বেষ্টনীর মধ্যেই সমাবেশ করে। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্মসম্পাদক জি এম আবদুস সবুর কামরুল, সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন ও জেলা বিএনপির যুগ্মসম্পাদক সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সহসভাপতি কামাল মল্লিক, যুগ্মসম্পাদক সেলিম হাসান। বক্তারা শোভাযাত্রায় পুলিশের বাধার তীব্র সমালোচনা করে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …