Latest News
শুক্রবার, ৩১ মে ২০২৪ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পুলিশের বাধায় শ্রমিক দলের র‌্যালি পন্ড

ঝালকাঠিতে পুলিশের বাধায় শ্রমিক দলের র‌্যালি পন্ড

স্টাফ রিপোর্টার :
মহান মে দিবস উপলক্ষে ঝালকাঠিতে শ্রমিক দলের র‌্যালি পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা শ্রমিক দল একটি র‌্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করতে চাইলে নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় পুলিশ। এসময় পুলিশ ধাওয়া করলে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। পরে দলীয় কার্যালয়ের মধ্যে প্রতিবাদ সমাবেশ করে জেলা শ্রমিক দল। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি ও জেলা শ্রমিক দল সভাপতি টিপু সুলতান।