Latest News
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ।। ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে পুলিশের সুধী সমাবেশ

ঝালকাঠিতে পুলিশের সুধী সমাবেশ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের যোগদান উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আজ শনিবার সকাল ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ। সুধী সমাবেশে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও ইয়াবার বিরুদ্ধে আপষহীনভাবে কাজ করবে পুলিশ। সুধী সমাবেশে পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।