Latest News
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ।। ১০ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির

ঝালকাঠিতে পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগর মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন কম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির। সোমবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির উপজেলা সদর, সাতুরিয়া ও শুক্তাগড়সহ বিভিন্ন ইউনিয়নের ২১টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকের হাতে নগত অর্থ তুলে দেন। তার সাথে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দান নিপু, বিউটি সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদানের সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির বলেন, এ দেশের সকল ধর্মপ্রান মানুষ যাতে তাদের ধর্ম সুষ্ঠভাবে পালন করতে পারে সে জন্য আমাদের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। আমরা পরস্পর পরস্পরের সাথে হাতে হাত রেখে এ সমাজকে বিনির্মাণ করবো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …