Latest News
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৪ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আমির হোসেন আমুর মতবিনিময়

ঝালকাঠিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আমির হোসেন আমুর মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের রোনালসে সড়কে এমপির বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আমির হোসেন আমু সনাচন ধর্মাবলম্বিদের উৎসব নির্বিঘেœ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রশানকে নির্দেশ দেন। পূজা অনুষ্ঠানে কোন ধরনের মাদকের অনুপ্রবেশ যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালূকদার, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, হিন্দু সম্প্রদায়ের নেতা শিশু বিশেষজ্ঞ প্রফেসর অসীম কুমার সাহা ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুরী।