Latest News
সোমবার, ৫ জুন ২০২৩ ।। ২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / ঝালকাঠিতে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভা

ঝালকাঠিতে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভা

স্টাফ রিপোর্টার :
কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় যোগদানের প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়ন। আগামী ৭ এপ্রিল ঢাকায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি পৌরসভার সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি ম. আবু হানিফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর শাখার সভাপতি শাহীন সুলতানা, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুস ছালাম সিকদার ও সাধারণ সম্পাদক আল মাহামুদ খান। ঢাকায় অনুষ্ঠিত সভা সফল করতে ঝালকাঠি ও নলছিটি পৌরসভা থেকে সকল কর্মচারী অংশ নিবে।