Latest News
সোমবার, ৪ মার্চ ২০২৪ ।। ২০শে ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনভর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিমের উদ্যোগে বিভিন্ন শ্রেণির মানুষের বাড়ি বাড়ি গোপনে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। এ পর্যন্ত তাদের সংস্থার পক্ষ থেকে দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এদিকে ঝালকাঠি জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৬০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে রেড ক্রিসেন্ট কার্যালয়ে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি সরদার মো. শাহ আলম ও সেক্রেটারী আনোয়ার হোসেন পান্না। এসময় রেড ক্রিসেন্টের ঝালকাঠি জেলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নাগরিক প্রত্যাশা পূরণের মাধ্যমে জিততে চায় ঝালকাঠির তরুণরা

স্টাফ রিপোর্টার : ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় নাগরিক সমস্যা সমাধানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী …