Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ঝালকাঠি সদর উপজেলা শাখার পরিচিতি সভা শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক সমাজ ঝালকাঠি সদরউপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় নবগঠিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খান। গত ২৬ জুলাই কেন্দ্রীয় কমিটি ঝালকাঠি সদর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়। কমিটির উল্লেখযোগ্যরা হলেন, সভাপতি মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. শহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি আছিয়া আক্তার, অঞ্জন কুমার আচার্য্য, মামুনুর রশিদ, মেজবাইর রহমান, আসাদুজ্জামান খান, খাদিজা আক্তার মুনা, শেখ জাদি নাদিরা ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, শাহনাজ পারভীন, আশিষ সেন গুপ্ত, সৈয়দ আরিফুর রহমান, আসমা খাতুন, সহসম্পাদক উজ্জল কান্তি মন্ডল, বিশ্বজিত মন্ডল। পরিচিতিসভা থেকে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়।