Latest News
শুক্রবার, ৯ মে ২০২৫ ।। ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রার্থীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

ঝালকাঠিতে প্রার্থীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় প্রার্থীদের বিভিন্ন অভিযোগ মুখোমুখি জিজ্ঞাসাবাদ শেষে সমাধান করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন এবং জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সোহেল সামাদ। সভায় প্রার্থীরা আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুত দেন।