Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / ঝালকাঠিতে ফরমালিন যুক্ত ফল বিক্রি বন্ধে অভিযান

ঝালকাঠিতে ফরমালিন যুক্ত ফল বিক্রি বন্ধে অভিযান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ফরমালিন যুক্ত ফল বিক্রি বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন ফলের দোকানে এ অভিযান চালায় নজরদারী কমিটি।
কমিটির কর্মকর্তারা জানান, শহরের বাজার ও ফলের দোকানে রাসায়নিক মিশ্রিত ফল বিক্রি করা হচ্ছে কিনা, তা পরীক্ষার জন্য নজরদারী কমিটি প্রায়ই অভিযান করে আসছে। দোকানের ফল পরীক্ষায় কোন ফরমালিন পাওয়া যায়নি। ফরমালিন মুক্ত ফল বাজারে বিক্রি করতে বিক্রেতাদের বাধ্য করাই এ কমিটির লক্ষ্য। যদি কোন বিক্রেতা ফরমালিন যুক্ত ফল বিক্রি করে থাকেন, তাহলে তাকে জেল-জরিমানার দ- দেওয়া হবে।
ফলকে ফরমালিন মুক্ত রাখার জন্য অভিযানে অংশ নেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছোয়াইব, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, চেম্বারের সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, বিএসটিআইর পরীক্ষক তাপস সরকার, পুলিশের বিশেষ শাখার ইনচার্জ (ডিআইও ওয়ান) মো. আমজাদ হোসেন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকবাল বাহার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে …