Latest News
বুধবার, ২৯ মে ২০২৪ ।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বুধবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর তরুন কর্মকার, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপপরিচালক মো. তাছলিমা বেগম বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। পরে ফায়ার সার্ভিস চত্বরে অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করা হয়।