Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ফিরোজা আমুর ১২তম মৃত্যু বাষির্কী উপলক্ষে মিলাদ ও দোয়া

ঝালকাঠিতে ফিরোজা আমুর ১২তম মৃত্যু বাষির্কী উপলক্ষে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমুর স্ত্রী মরহুমা ফিরোজা আমুর ১২তম মৃত্যু বাষির্কী উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর সহসভাপতি মো. শামিম আহম্মেদর উদ্যোগে শহরের কুমারপট্টি সাবিহা কেমিক্যাল ওয়ার্কস জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মোনাজত পরিচালনা করেন ইমাম মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মোক্তার আহমেদ। দোয়া মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এদিকে নলছিটি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে মরহুমা ফিরোজা আমুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ওয়াহেদ কবির খান, মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হোসেন আকন খোকন, সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু, যুবলীগ সভাপতি দুলাল শরীফ, মহিলা আওয়ামী লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম লস্কর, যুবলীগ যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিল্পব ও ছাত্রলীগ সভাপতি ওয়াসিম হাওলাদার। অপরদিকে নলছিটি উপজেলার মোল্লারহাট ও কুশংগল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মরহুমা ফিরোজা আমুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোল্লারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কুশংগল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সিকদারের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।