স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে ক্ষণগণনার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১০ হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়াও মুক্তিযুদ্ধে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …