Latest News
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ।। ১০ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকালে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শিশু পার্কের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। এর আগে শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে গানে গানে নতুন বছরকে বরণ করা হয়। এছাড়া বর্ষবরণের কর্মসূচির মধ্যে দেশিয় খেলাধুলা, বাঙালি খাবার পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ছবিতে বর্ষবরণ :