Latest News
রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন সক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন সক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন সংক্রান্ত্র জেলা পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৫০ জন বিভিন্ন বিভাগের কর্মকর্তা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. সাইদুর রহমান। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মো. কামরুল হাসান।
বিভিন্ন বিভাগের কর্মসূচির মধ্যে কি ভাবে ইনিভিশন বিষয়গুলো প্রধান্য দিয়ে বিভিন্ন দপ্তরের নুতন কর্মযজ্ঞ শুরু করা যায় সে বিষয় কর্মশালায় ধারণা প্রদান করা হয়। মন্ত্রী পরিষদ বিভাগ এ কর্মশালার আয়োজন করে।