Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বাসশ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে বাসশ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বাসশ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে ৪০০ শ্রমিককে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবন ও সাবান রয়েছে। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা এসে তাদের জন্য নির্ধারিত একটি করে ব্যাগ নিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্মসম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ ও জামাল হোসেন মিঠু উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …