Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ

ঝালকাঠিতে বিএনপির প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শহরের চেহেরা মঞ্জিল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল। জেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল। প্রতিনিধি সম্মেলন শেষে জেলা বিএনপির নেতাকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক দীপু হাফিজুর রহমান। অনুষ্ঠানে চার উপজেলা থেকে বিএনপির দুই শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।