Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মিছিলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের ফায়ার সার্ভিস সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও আহŸায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল। সমাবেশে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আজকে খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল করছিলাম। পুলিশ মাঝপথে আমাদের মিছিলে বাধা দেয়।
ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, বিএনপিকে নির্দিষ্ট এলাকায় মিছিল করার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু তাঁরা শহরের ফায়ার সার্ভিস সড়কের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দিয়েছে। পরে তারা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে চলে যায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …