Latest News
শুক্রবার, ১৯ জুলাই ২০২৪ ।। ৪ঠা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন ও জনসমাবেশ

ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন ও জনসমাবেশ

স্টাফ রিপোর্টার :
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে ঝালকাঠিতে বিএনপির দুই গ্রুপ পৃথক কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১০টায় শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা বিএনপির একাংশ। এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু। মানববন্ধনে সদর থানা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারণ সম্পাদক রেজাউল হক আজিম, জেলা যুবদলের সহসভাপতি কামাল মল্লিক, সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সাজু ও ছাত্রদল নেতা কেসব সুমন। করেছে জেলা বিএনপি। এদিকে শহরের পোস্ট অফিস সড়কে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও জনসমাবেশ করে জেলা বিএনপির অপর অংশ। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, সৈয়দ হোসেন, রুস্তুম আলী চাষী, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুবিন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসিমুল হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট শামীম আলম বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফয়সাল খান ও জেলা শ্রমিকদল সভাপতি টিপু সুলতানসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ভারতের সঙ্গে দেশ বিরুধী চুক্তি বাতিল, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার ও প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।