Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ব্র্যাকমোড়ে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এলিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হাসান তুহিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, রাজাপুর উপজেলা বিএনপির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিলকিস জাহান শিরিন বলেন, খালেদা জিয়াকে জেলখানায় বন্দি করে রাখা মানে বাংলাদেশের গণতন্ত্রকে বন্দি করে রাখা। খালেদা জিয়া প্যারোলে মুক্তি চায় না বলেই সরকার তাঁর মুক্তির বিষয়ে তালবাহান করছেন। খালেদা জিয়াকে দেশের জনগণই মুক্ত করে আনবে। প্রধান অতিথির বক্তব্যের পরেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর সভার সিদ্ধান্ত পাঠ করেন। সভার শেষ পর্যায়ে সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন সভার সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত পোষণ করেন। মনিরুল ইসলাম নুপুরের পক্ষে কয়েকজন নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদ করলে শুরু হয় হট্টগোল। নেতাকর্মীরা দুই পক্ষে অবস্থান নিলে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। পরে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন অনুষ্ঠানের অতিথিরা।