স্টাফ রিপোর্টার :
মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর আয়োজনে করোনা মহামারি থেকে বাঁচতে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস বেপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুন্দরবন রেজিমেন্ট খুলনার কমান্ডার মেজর মো. জসীম উদ্দিন, সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম। পরে ঝালকাঠি সরকারি কলেজ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় লিফলেট ও মাস্ক তুলে দিয়ে জনসাধরণকে সচেতন এবং বিভিন্ন সড়কে ডেঙ্গু মশা প্রতিরোধে স্প্রে করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …