Latest News
শুক্রবার, ১৯ জুলাই ২০২৪ ।। ৪ঠা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিজ্ঞান মেলা সমাপ্ত : পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে বিজ্ঞান মেলা সমাপ্ত : পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শেষ হয়েছে জিজ্ঞান মেলা। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিশুপার্কের মুক্তমঞ্চে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহ আলম মজুমদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল জব্বার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া। মেলায় ৫০টি স্টল স্থান পায়। মেলা শেষে স্টলে বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।