Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ‘বিজয় ফুল’ তৈরি প্রতিযোগিতা ও ‘বিজয় ফুল’ উৎসব

ঝালকাঠিতে ‘বিজয় ফুল’ তৈরি প্রতিযোগিতা ও ‘বিজয় ফুল’ উৎসব

স্টাফ রিপোর্টার :
নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানানোর লক্ষে ঝালকাঠিতে জেলা পর্যায়ের ‘বিজয় ফুল’ তৈরি প্রতিযোগিতা ও ‘বিজয় ফুল’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার কালেক্টরেট স্কুলে আয়োজিত এ উৎসবে ‘বিজয় ফুল’ হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’ তৈরি ছাড়াও গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দেশাত্মবোধক সঙ্গীত ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অন্তর্ভ‚ক্ত ছিল।
জেলার ৪টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া প্রায় দুইশ ছাত্র-ছাত্রী ৩টি গ্রæপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, সাংস্কৃতিক সংগঠক, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।