Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিদ্যালয়ে চুরি

ঝালকাঠিতে বিদ্যালয়ে চুরি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। শনিবার রাতে মসজিদবাড়ি সড়কে এ চুরি হয়। চোরচক্র বিদ্যালয় থেকে জরুরী কাগজপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এর আগেও বিদ্যালয়টিতে দুই দফায় চুরি হয়েছিল।
জানা যায়, শনিবার বিকেলে শহরের মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ করে শিক্ষকরা বাড়িতে চলে যায়। রাতে চোরচক্র ক্লবসিবল গেটের তালা ও দরজার হ্যাসবল ভেঙে ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ফেরদৌস বলেন, এর আগে বিদ্যালয়ে গত বছরের ২২ ডিসেম্বর ও ২০১৮ সালের ১৯ এপ্রিল চুরি হয়েছিল। তখন বিদ্যালয়ের ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় চোরচক্র। এবার নিয়ে তিন দফায় চুরি হলেও চোরচক্র ধরা পড়েনি। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, চুরির ঘটনায় জিডি করা হয়েছে। জিডির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …