Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মো. শাহীন আলম :
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আজ শনিবার দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে। সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করেন ঝালকাঠি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়। সকাল থেকে ক্যাম্পে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা প্রদান করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. জান্নাতুন নাঈম। ঝালকাঠি প্রেস ক্লাবের সার্বিক তত্ত্বাবধায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুই শতাধিক রোগীকে চোখের চিকিসা, ওষুধ ও চশমা দেওয়া হয়। এছাড়াও চোখের ছানি অপারেশনের জন্য ৩০জনকে সনাক্ত করা হয়।