Latest News
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিনামূল্যে শিশুদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ঝালকাঠিতে বিনামূল্যে শিশুদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভার উৎসব উপলক্ষে বিনামূল্যে শিশুদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় শহরের বাহের রোডে লোক মন্দির চত্বরে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা. আসীম কুমার সাহা। দেড় শতাধিক শিশুদের তিনি বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। শিশুদের ব্যবস্থাপত্র প্রদান এবং তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এসময় লোকনাথ সেবা সংঘের পরিচালনা পরিষদের কর্মকর্তা সুব্রত সাহা ও অলোক সাহা উপস্থিত ছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভার উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী উৎসবের তৃতীয় দিন চলছে।