Latest News
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৪ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিভিন্ন সংগঠনের নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী বিতরণ

ঝালকাঠিতে বিভিন্ন সংগঠনের নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে নগদ টাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজ চত্বরে ২০০ মানুষের হাতে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও মাস্ক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম জাকির, ডাক দিয়ে যাই’র নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজী, উপপরিচালক শাহনাজ পারভীন, সিনিয়র সমন্বয়কারী উজ্জল কুমার দত্ত, সমন্বয়কারী শিশির কুমার বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক প্রিয়লাল মন্ডল ও শাখা ব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন।

একই দিন শহরের বিভিন্ন স্থানে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। শহরের রাস্তায় বের হওয়া মানুষের মধ্যে যাদের মাস্ক ও গ্লাভস নেই, তাদর মাস্ক পরিয়ে দেওয়া হয়। হাতে হ্যান্ড গ্লাভসও দিয়ে দেন তারা। এ কার্যক্রমে অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাষ্টার ট্রেইনার ও রাজনৈতিক ফেলো হাবিবুর রহমান হাবিল, এস আর মানিক, ইসরাত জাহান সোনালী ও ডালিয়া নাসরিন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …