Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও আদালতে হাত ধুয়ে প্রবেশের ব্যবস্থা

ঝালকাঠিতে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও আদালতে হাত ধুয়ে প্রবেশের ব্যবস্থা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও আদালতে সাবান দিয়ে হাত ধুয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, উপজেলা পরিষদ ও থানাগুলোতে জনসাধারণের প্রবেশের আগে ভাল করে সাবান দিয়ে হাত পরিস্কার করে প্রবেশ করতে হচ্ছে। এসব কার্যালয়ের সামনেই সাবান ও পানি রাখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। কাউকেই হাত না ধুয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এতে করে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। তিনি সবাইকে জরুরী কাজ ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। আর যারা বের হবে, তাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কোন অফিসে ঢুকলে হাত ধুয়ে ঢুকতে হবে বলেও জানান তিনি।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান বলেন, সদর উপজেলা পরিষদে প্রবেশ করলেই সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে ঢোকার ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় মানুষ সচেতন হলেই, কেউ আক্রান্ত হবেন না। আমরা সবাই মিলে সুস্থ থাকতে, সরকারের সকল নির্দেশনা মেনে চলবো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …