Latest News
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব বসতি দিবস পালিত

ঝালকাঠিতে বিশ্ব বসতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
‘উদ্ভাবনী পযুক্তির ব্যবহার বর্জ সম্পদে পরিনত করা’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। গণপুর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ইমরান বিন ছালামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেন। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।