Latest News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

ঝালকাঠিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. জোহর আলী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। বিদ্যালয়ের মিলনায়তেন অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহার আলী। অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, এনটিসিএফ নাসরিন আক্তার সারা ও জাহিদুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মোহাম্মদ ফরিদ, সংস্কৃতিজন মনোয়ার হোসেন খান জেলা তথ্য অফিসারের উপস্থাপনায় শিশুর বর্তমান অবস্থান ও করণীয় বিষয় একটি মালিটি মিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন।