Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঝালকাঠিতে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিষধর সাপের কামড়ে মো. ইব্রাহিম (২০) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বাড়ৈয়ারা গ্রামের কাঠমিস্ত্রি মো. সেলিম হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘরের ভেতরে ঘুমিয়েছিল ইব্রাহিম। ঘুমের মধ্যে ইব্রাহিমকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন নথুল্লাবাদ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জাহাঙ্গীর।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …