স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ব্লাড ব্যাংক। শুক্রবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি, মোবারক হোসেন মল্লিক, শহিদ ইমাম পাশা ও ফজলুল হক মিলুকে সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, সোনার বাংলা ব্লাড ব্যাংকের সভাপতি মামুন খান রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিম।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …