Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ

ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি পালন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আজ সোমবার দিবব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টায় শহরের ব্র্যাকমোড়ে আনসার ভিডিপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে ১৮৪জন আনসার সদস্যর মাঝে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন ঝালকাঠি জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ। এসময় আনসার ভিডিপির নলছিটি উপজেলা কর্মকর্তা বিজন দত্ত ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় উপস্থিত ছিলেন। পরে আনসার ভিডিপি কার্যালয়ের পাশে গাছের চারা রোপন করেন জেলা কমান্ড্যান্ট।